কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নতুন গেমিং ল্যাপটপ এখন বাজারে

বাংলাদেশের বাজারে লেনোভো নিয়ে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নতুন গেমিং ল্যাপটপ।


বাংলাদেশের বাজারে লেনোভো নিয়ে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নতুন গেমিং ল্যাপটপ। যার মডেল AI Powered Gaming (9) (83DV00K2LK) Gaming laptop। গেমিংয়ের ভালো অভিজ্ঞতা দিতে এতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এতে রয়েছে উইন্ডোজ ১১ হোম সংস্করণের অপারেটিং সিস্টেম।

14 generation এর এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে Intel core i7 3.9-5.5 গিগাহার্জের 14700hx processor, 16 GB DDR5 র‍্যাম এবং 1 TB SSD ও বাড়তি এসএসডি স্লট, যা নিরবচ্ছিন্ন গতি ও পর্যাপ্ত তথ্য ধারণ নিশ্চিত করে। এতে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট যুক্ত 15.6 Inch Full HD মনিটর রয়েছে।

গ্রাফিকস কার্ড হিসেবে ল্যাপটপটিতে এনভিডিয়া আরটিএক্স ৪০৬০ ৮ জিবি জিডিডিআর-সিক্স ব্যবহার করা হয়েছে। এ ছাড়া এই ল্যাপটপে রয়েছে এআই চিপ এলএ১, নাহিমিক অডিও, গোপনীয়তা রক্ষার জন্য ব্যবহার করা হয়েছে ই-শাটারযুক্ত ৭২০পি এইচডি ক্যামেরা, ওয়াই-ফাই-৬, ব্লুটুথ ৫.২ ও ব্যাকলিট কিবোর্ড।

লেনোভোর এই ল্যাপটপের দাম হচ্ছে ১ লাখ ৯০ হাজার টাকা। সাথে থাকছে দুই বছরের ওয়ারেন্টি সুবিধা।

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম