এখন থেকে থাইল্যান্ডের ভিসা পাওয়া যাবে মাত্র ১০ দিনে

থাইল্যান্ড ভিসা,থাইল্যান্ডের ভিসা,থাইল্যান্ড টুরিস্ট ভিসা,থাইল্যান্ড,থাইল্যান্ড ই-ভিসা,থাইল্যান্ডের ভিসা প্রসেসিং,থাইল্যান্ড ভিসা কত,থাইল্যান্ড ভিসা আপডেট,থাইল্যান্ড ভ্রমণ ভিসা,থাইল্যান্ড কাজের ভিসা,থাইল্যান্ডের টুরিস্ট ভিসা,থাইল্যান্ড ভিসা চেক,থাইল্যান্ড ভিজিট ভিসা, thailand visa from bangladesh,thailand visa,thailand visa application from bangladesh,thailand tour from bangladesh,thailand visa processing bangladesh,thailand tourist visa for bangladeshi,thailand tourist visa,thailand visa for bangladeshi,thailand visa bangladesh,thailand visa apply online,thailand visa fees,thailand visit visa from bangladesh

ভ্রমণপিয়াসী ট্রাভেলারদের জন্য সুখবর নিয়ে এলো থাইল্যান্ড। বাংলাদেশিদের জন্য আগামী জানুয়ারি থেকে ই-ভিসা সুবিধা চালু করতে যাচ্ছে দেশটি। ফলে ২ জানুয়ারি থেকে ঘরে বসে অনলাইনে আবেদন করে ১০ দিনের মধ্যে থাইল্যান্ডের ভিসা পেয়ে যাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা। ঢাকার থাই দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অপরদিকে সরকারি পাসপোর্টধারীরা ১৯ ডিসেম্বর থেকে ভিসা ছাড়াই থাইল্যান্ডে ভ্রমণ করতে পারবেন। যদিও কূটনৈতিক পাসপোর্টধারীরা ২০১৮ সাল থেকে ভিসা ছাড়াই থাইল্যান্ড ভ্রমণের সুবিধা পেয়ে থাকেন। ইতিমধ্যে থাইল্যান্ডের দূতাবাস গুলোতে চালু হয়েছে ই-ভিসা। ফলে এখন আর আগের মতো আবেদনপত্র দূতাবাসে জমা দিতে হবে না।

ঘরে বসে অনলাইনে ৬ ধাপে সম্পন্ন করা যাবে ভিসা আবেদনের প্রক্রিয়া। প্রথমে নিজের নামে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আবেদন ফর্ম পূরণ শেষে অন্যান্য প্রয়োজনীয় সংযুক্তি ও কাগজপত্র আপলোড করতে হবে। প্রায়োজনীয় তথ্যাদি আপলোড দিয়ে ভিসার নির্ধারিত মূল্য পরিশোধ করলেই কাজ শেষ। ভিসা পেয়ে থাকলে ১০ দিনের মধ্যে ই-মেইলে ভিসা পাঠিয়ে দেয়া হবে।

ভিসা পেয়ে গেলে ই-মেইলে পাঠানো ভিসার অনুলিপি প্রিন্ট করে থাইল্যান্ড প্রবেশের সময়ে ইমিগ্রেশনে দেখাতে হবে। ভিসার আবেদন ও বিস্তারিত জানতে তাদের ভিসা ওয়েবসাইট ভিজিট করুন : thaievisa.go.th


আরও পড়ুন>>

কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নতুন গেমিং ল্যাপটপ এখন বাজারে

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম